Ticker

6/recent/ticker-posts

গুগল এডসেন্স এর নতুন নিয়ম আয়ের ২৪% কেটে নিবে গুগল

 এডসেন্স আয়ের ২৪% ট্যাক্স কেটে নিবে গুগল:

যারা ইউটিউব, অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করেন এটা তাদের জন্য একটা গুরুত্বপুর্ন আপডেট।

গুগল এডসেন্স এর নতুন নিয়ম

এখন থেকে আপনার ইনকামের যে অংশটা ইউএস থেকে আসবে (ইউএস থেকে ভিউ হওয়ার পরে যা ইনকাম হবে) সেটার উপর গুগল ট্যাক্স কেটে রাখবে। সেই ট্যাক্সের পরিমান ৩০% পর্যন্ত হতে পারে। সেজন্য আপনাকে অবশ্যই অ্যাডসেন্স একাউন্টে আপনার ট্যাক্সের তথ্য গুলো দিতে হবে।

যদি আগামী ৩১ মে ২০২১ এর মধ্যে আপনি ইউএস-এর ট্যাক্স ইনফো ফর্ম পুরন না করেন তাহলে আপনার টোটাল ইনকাম থেকে ২৪% ট্যাক্স কেটে রাখা হবে।
"ধরুন আপনি ৩০০ ডলার ইনকাম করলেন, এবং সেই ৩০০ ডলারের মধ্যে ৫০ ডলার এসেছে ইউএস-এর ভিউ থেকে। এখন আপনি যদি ট্যাক্স ইনফো জমা দিয়ে থাকেন তাহলে ৫০ ডলার থেকে ট্যাক্স কাটবে, সেটা ৩০% হলে ১৫ ডলার কাটবে। কিন্তু যদি ইনফো না দেন, তাহলে পুরো ৩০০ ডলার থেকে ২৪% কাটবে, মানে ৭২ ডলার।

বিশাল এই লস থেকে বাচতে চাইলে ৩১ মে ২০২১ এর মধ্যে অ্যাডসেন্স একাউন্টে ঢুকে নোটিফিকেশন সেকশন থেকে, mportant: Check if additional tax information is required from you. All YouTube creators and partners are required to submit tax information to ensure any applicable taxes on your payments are accurate." এই অপশনের আন্ডারে "Manage Tax Info" তে ক্লিক করে তথ্য গুলো দিয়ে দিন।




Post a Comment

0 Comments